সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হোন
সংবিধান একটি রাষ্ট্রের দর্পণস্বরূপ। আর সংবিধানেই উল্লেখ থাকে একটি দেশ পরিচালনার নিয়মনীতি। যেখানে আরো উল্লেখ থাকে, দেশের রাজনীতি ও অথর্নীতির হালচাল কেমন হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে রাজনীতি ও অথর্নীতি সব যেন উল্টো পথে হাঁটছে। রাজনীতিবিদদের মুখে সংবিধানের বড় বড় কথা শুনলেও তাঁরা প্রকৃত সংবিধান পালন থেকে অনেক দূরে থাকেন। যার মূল কারণ হলো, সংবিধান অমান্য করলে তেমন কোনো বড় শাস্তির ব্যবস্থা নেই। যার কারণে সংবিধানের আইনগুলো সাদা কাগজের কালো অক্ষরেই সীমাবদ্ধ রয়ে গেল।
ফলে দেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যাচ্ছে না। আমাদের দেশের রাজনীতিবিদদের অবশ্যই সঠিক গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশকে প্রাণবন্ত করে তুলতে হবে। দেশের স্বার্থে ও দেশের জনগণের স্বার্থে কাজ করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যেন হয় রাজনীতিবিদদের দৃঢ় প্রত্যয়। একটি ভালো ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
সনেট দেব
অথর্নীতি বিভাগ,
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
No comments:
Post a Comment