রামপুরায় শব্দদূষণ, দ্রুত ব্যবস্থা নিন
মাইকের বিকট আওয়াজে ঘুম ভাঙে এলাকাবাসীর। থেমে থেমে চলতেই থাকে শব্দদূষণের এই মহড়া। এরপর রাত ১১-১২টার দিকে আশপাশের বাসাবাড়ির লোকজন যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেয় তখন আবার রাতের নিস্তব্ধতা ভেঙে আকাশ-বাতাস কাঁপিয়ে চলে মাইকের কানফাটা আওয়াজ। এ দৃশ্য নিত্যদিনের। উৎসস্থল : রামপুরা বাজারের ওয়াপদা রোডের মুখে মধুবন মিষ্টিঘর সংলগ্ন দু-তিনটি ডেকোরেটরের দোকান। মাইকের বিকট আওয়াজ আশপাশের দোকানপাট, পথচারী, বাসাবাড়ির স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন ঘটিয়ে চলেছে। শব্দদূষণ যে একটি শাস্তিযোগ্য অপরাধ তার কোনো তোয়াক্কাই করেন না এই ডেকোরেটরের মালিকরা। এই শব্দদূষণের ব্যাপারে রামপুরা থানায় অভিযোগ জানানোসহ পত্রপত্রিকায় বহুবার লেখালেখি করা হয়েছে, কিন্তু মাইকের শব্দ দৌরাত্ম্য একটুও কমেনি। সাধারণ নাগরিকের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই শব্দদূষণ বন্ধ করার জন্য আমরা এবার পরিবেশ অধিদপ্তরের পরিচালকের (এনফোর্সমেন্ট) দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি_মাঠপর্যায়ে মোবাইল টিম নামিয়ে আইন অমান্য ও শান্তি বিঘ্নকারীদের আইনের আওতায় এনে এলাকাবাসীকে শান্তিতে বসবাস করার পরিবেশ সৃষ্টির ব্যবস্থা নিন।
মো. জামাল উদ্দিন
ডিআইটি রোড
পূর্ব রামপুরা, ঢাকা।
No comments:
Post a Comment