হেমায়েতপুর বাসস্ট্যান্ডে দুটি ওভারব্রিজ নির্মাণ প্রয়োজন
ঢাকা-সাভার ভায়া আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এখন জনবহুল
বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। হেমায়েতপুর তথা তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বত্র
মিল-কারখানা বৃদ্ধি পাওয়ার কারণে হেমায়েতপুর এলাকায় মানুষ অনেক বৃদ্ধি
পেয়েছে। সকাল হতে না হতেই কর্মমুখী মানুষের ভিড় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে
পরিলক্ষিত হয়। হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মানুষের চাপ বেড়ে যাওয়ায় রাস্তা
পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। আমরা
এর আগে একাধিকবার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ওভারব্রিজ নির্মাণের দাবি
করেছি। আমাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা পরিলক্ষিত
হচ্ছে না। এতে আমরা এই জনবহুল বাসস্ট্যান্ডটি নিয়ে প্রতিনিয়ত গভীর উৎকণ্ঠায়
থাকি। হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এ কে এইচ
গ্রুপ জনস্বার্থে নিজ উদ্যোগে একটি ওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিলেও
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ভট নিয়মনীতির কারণে এ কে এইচ গ্রুপ ওভারব্রিজ
নির্মাণে উৎসাহ হারাতে বসেছে।
এলাকার জনগণের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, জরুরি ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি ওভারব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া। সরকারের নিয়মনীতি শিথিল করে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এ কে এইচ গ্রুপকে তাদের শিল্পপ্রতিষ্ঠানের সামনে জনস্বার্থে একটি ওভারব্রিজ নির্মাণের অনুমতি দেওয়া একান্ত প্রয়োজন বলে এলাকার ভুক্তভোগী মানুষ মনে করে।
আমানউল্লা সরকার
হেমায়েতপুর বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা।
এলাকার জনগণের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, জরুরি ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি ওভারব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া। সরকারের নিয়মনীতি শিথিল করে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এ কে এইচ গ্রুপকে তাদের শিল্পপ্রতিষ্ঠানের সামনে জনস্বার্থে একটি ওভারব্রিজ নির্মাণের অনুমতি দেওয়া একান্ত প্রয়োজন বলে এলাকার ভুক্তভোগী মানুষ মনে করে।
আমানউল্লা সরকার
হেমায়েতপুর বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা।
No comments:
Post a Comment