২৭ মার্চ ২০১২ যশোরের হামকুড়া এলাকায় ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে প্রাণ দেন শাহিন রেজা। ৬ এপ্রিল ২০১২, মিরপুর চিড়িয়াখানা সড়কে ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে প্রাণ দেন হযরত আলী। তাঁরা বীর। তাঁদের আত্মত্যাগ বিপুলভাবে প্রচারিত হোক, তাঁদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হোক।
সমাজের মূল বিষয়টি হলো সমাজের সবাই পরস্পর পরস্পরের জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ হবে, যা আজ বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছে। এমতাবস্থায় তাঁদের কাহিনি প্রচার ও তাঁদের পুরস্কৃত করলে আমাদের সম্বিৎ ফিরতে পারে।
মো. সাইফুল ইসলাম
হারুণাবাদ, মিরপুর, ঢাকা।
No comments:
Post a Comment