সরকারি চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানো হোক
আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় লেখাপড়া করেছি, তাদের সেশনজটের কারণে অনার্সসহ মাস্টার্স শেষ করতে ২৮-২৯ বছর লেগে যায়। একবার কিংবা দুবার বিসিএস পরীক্ষা বা সরকারি অন্যান্য পরীক্ষা দিতেই চাকরির বয়স শেষ হয়ে যায়। পৃথিবীর উন্নত দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় চাকরির বয়স ৩৫ বছর। এমনকি আমাদের পাশের দেশ ভারতে চাকরির আবেদনের বয়স ৩৫ বছর। তারা আরো তিন বছর বাড়ানোর জন্য তাদের লোকসভায় আবেদন করেছে। তাই আমাদের দেশের চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
যেহেতু সরকার সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে, সেহেতু চাকরির আবেদনের বয়সসীমাও পাঁচ বছর বাড়ানো হোক। আশার কথা, মহান জাতীয় সংসদে স্পিকার ১ ফেব্রুয়ারি ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। আমরা আশা করব, বিষয়টি সরকার দ্রুত সংসদে পাস করে উচ্চশিক্ষিত বেকারদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে।
আহমদ সুজাউদ্দিন
সমাজতত্ত্ব বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
No comments:
Post a Comment