মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি
এ দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাঙালিদের ভূমিকা অপরিসীম। ২০০৯ সালের সরকারি হিসাব অনুযায়ী পাঠানো অর্থের পরিমাণ ৭৫ হাজার কোটি টাকা। প্রতিনিয়ত ভাগ্যের উন্নয়নে স্বপ্নে বিভোর হয়ে গড়ে দুই হাজার বাঙালি বিদেশে পাড়ি দিচ্ছে। বিদেশে যাওয়ার জন্য প্রথমে সম্মুখীন হতে হয় পাসপোর্ট অফিসের। যেখানে রয়েছে দুর্নীতি ও দালালদের রাজত্ব। মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দুর্নীতির প্রধান আখড়াগুলোর মধ্যে একটি, যেখানে সর্বত্র দুর্নীতির জাল বিস্তৃত। নিয়মবহির্ভূতভাবে সব কাজ চলে। দালালদের দখলে এ অফিসের অধিকাংশ কাজ সম্পাদন হয়। অপ্রীতিকর পরিবেশ রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক দায়িত্বশীলতাই পারে মানুষের বিড়ম্বনা, দুর্ভোগ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে।
আবু সাঈদ দেওয়ান সৌরভ
মিরাপাড়া, রিকাবিবাজার, মুন্সীগঞ্জ।
No comments:
Post a Comment