পরীক্ষায় ভালো ফল অর্জন করা আর সেই ফলের সঠিক মূল্যায়ন পাওয়া প্রত্যেক
শিক্ষার্থীর আজন্ম লালিত স্বপ্ন। আর এই স্বপ্নপূরণের মাধ্যম হলো বোর্ড
পরীক্ষা। ২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল
সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হলেও বৃত্তির ফল প্রকাশ হতে
দেরি হচ্ছে কেন, তা একমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাই জানেন। কিন্তু তাঁদের
জানা উচিত, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের কিছু স্বপ্ন
থাকে। পরীক্ষার পাঁচ মাস পরও আমরা সেই স্বপ্নের আনন্দ উপভোগ করতে পারছি না।
যেহেতু বৃত্তির ফল নিয়ে অর্থনৈতিক বিষয় (যেমন: বেতন মাফ, নির্দিষ্ট পরিমাণ
অর্থ) জড়িত থাকে, যা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয়। তাই
বৃত্তির ফল অতিসত্বর প্রকাশ করার জন্য শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ
করছি।
এস এম তৌহিদ ইমাম
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
এস এম তৌহিদ ইমাম
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
No comments:
Post a Comment