Tuesday, April 24, 2012

উল্টো রাজার দেশে

উল্টো রাজার দেশে
নচিকেতার একটি বিখ্যাত গানে বলা হয়েছে, এক রাজার যেভাবে দেশ চালানো দরকার সে সেভাবে না চালিয়ে অন্যভাবে চালায়। প্রত্যেক সরকারের আমলে বাংলাদেশে এটা নিত্য ঘটনা। বর্তমান সময়েও এর একটুও ছন্দপতন হচ্ছে না। আজকে দেশের মানুষ তার শোবার ঘরেও নিরাপদ নয়। হত্যা, গুম, অপহরণ নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এই তো সেদিন বিএনপির সাবেক সংসদ সদস্য নিখোঁজ হলেন। তাঁর কোনো খবর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো বের করতে পারছে না। এর আগে সাংবাদিক দম্পতি হত্যার রহস্য এখনো অজানা। আরো আগে যেসব গুম, হত্যা, অপহরণ হয়েছে তার অধিকাংশের রহস্যই এখনো অজানা। এসব কাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো ভূমিকা না থাকলেও সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। আগে দেখা যেত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার হতো রাজনৈতিক স্বার্থে। কিন্তু বর্তমান সময়ে তাদের বিরুদ্ধে মানুষের বাড়ি দখলে সাহায্য করার অভিযোগ পাওয়া যায়। আর বেশি দিন নয়, যেদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তারা মানুষের বাগান বা অন্য কিছু দখলে সাহায্য করছে। এভাবে আর কত দিন উল্টো রাজার দেশের মতো উল্টো পথে চলবে আমাদের সোনার বাংলা?
আহাদ আলম শিহাব
কৃষি অনুষদ, বাকৃবি, ময়মনসিংহ।

No comments:

EID MUBARAK to everybody