Wednesday, April 18, 2012

রৌমারীতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ চাই

রৌমারীতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ চাই
কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত এবং অবহেলিত অঞ্চল রৌমারী। বাংলাদেশের আর কোনো অঞ্চল এ রকম অবহেলিত আছে বলে মনে হয় না। অনেক সরকার এসেছে, বিদায়ও নিয়েছে। তবু রৌমারীর ভাগ্য বদলায়নি। উন্নয়নের অন্যতম উপাদান বিদ্যুৎ পাব_এমন আশা আমরা করছিলাম বছর কয়েক আগ থেকে। পল্লী বিদ্যুতের খুঁটি এসেছে বাজারে। খুঁটি দেখে মনে হলো অচিরেই বিদ্যুৎ আসবে।
খুঁটি দেখে অনেকেই বিদ্যুৎনির্ভর জীবিকার কথা পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে একই থানার অন্যান্য গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়েছে। চর বামনেরচর সংযোগ দেওয়ার আগে ওই সব এলাকায় কিভাবে সংযোগ দেওয়া হলো। এটাই এলাকাবাসীর প্রশ্ন। এলাকার মানুষও ওই বৈষম্যের অবসান চায় এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ চায়।
এম সাকিব আল হাসান
রৌমারী, কুড়িগ্রাম।

No comments:

EID MUBARAK to everybody