Monday, April 30, 2012

রাজনীতিবিদ গুম হচ্ছে, আমি নিরাপদ বোধ করি না

রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে গুম অপহরণের মতো ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতিবিদও গুম হচ্ছে। তাই একজন রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও নিরাপদ বোধ করি না।’
আজ শুক্রবার বিকেলে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শাহজাহানপুর থানার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উপস্থিত ছিলেন। এ ছাড়া আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেনন আরও বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করা উচিত, এটা সরকারের কর্তব্য। তবে বিরোধী দল এ ক্ষেত্রে সহযোগিতা না করে দুর্ভাগ্যজনকভাবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার ইলিয়াস আলীকে গুম করেছে, এটা মিথ্যা কথা। আমরা গণতান্ত্রিক সরকার। গুম-হত্যায় বিশ্বাস করি না। আমরা চেষ্টা করছি, আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে খুজে বের করার চেষ্টা করছে। বের করার পরই প্রকাশ পাবে কোথায় তিনি ছিলেন।’
আইন প্রতিমন্ত্রী বলেন, গুম-অপহরণের ঘটনার দায় সরকার এড়াতে পারে না, এটা যেমন সত্য, তেমনই এর মাধ্যমে সরকারকে হেয় করার অপচেষ্টা চলছে। তাঁর অভিযোগ যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এ অপচেষ্টা চলছে।
দক্ষিণ শাহজাহানপুরের রেলওয়ে কলোনি এলাকায় শাহজাহানপুর পুলিশ ফাঁড়িতেই নতুন শাহজাহানপুর থানার কার্যক্রম চলবে। এটি ঢাকা মেট্রোপলিটনের ৪৭তম থানা।

http://www.prothom-alo.com/detail/date/2012-04-27/news/253513

No comments:

EID MUBARAK to everybody