Monday, April 16, 2012

গ্যাস সংকট মোকাবিলা করুন

গ্যাস সংকট মোকাবিলা করুন
বর্তমানে দেশে গ্যাস সংকট বেড়ে গেছে। যে কারণে গ্যাসভিত্তিক শিল্প-কারখানাগুলো বিপাকে পড়ছে এবং ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্নাবান্নার কাজ। এখন এলপি গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে গেছে। নতুন করে শিল্প-কারখানা এবং বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রাখার পরেও কেন গ্যাস সংকট মোকাবিলা করতে পারছে না সরকার? নিশ্চিত করে বলা যায় চাহিদার চেয়ে গ্যাস উৎপাদন কম এবং প্রতিনিয়ত গ্যাসের চাহিদা বাড়ার কারণেই দেশে গ্যাস সংকট চরম আকারে বেড়ে গেছে।
আমাদের দেশে দৈনিক গ্যাসের চাহিদা ২৬০ কোটি ঘনফুট। আর গ্যাস উৎপাদন হচ্ছে ২০০ কোটি ঘনফুট। গ্যাসের ঘাটতি হচ্ছে ৬০ কোটি ঘনফুট। গ্যাস সংকট কাটিয়ে উঠার জন্য অবশ্যই গ্যাসের ঘাটতি কমাতে হবে। বাড়াতে হবে গ্যাস উৎপাদন। এ জন্য বাপেঙ্কে দিয়ে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে নতুন কূপ খনন করতে হবে। গ্যাস সংকট বন্ধ না হলে দেশে গণদুর্ভোগ বন্ধ হবে না। তাই সরকারের উচিত হবে গ্যাস সংকট মোকাবিলা করার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
এম ইয়াসিন আরাফাত
পূর্ব কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম।

No comments:

EID MUBARAK to everybody