বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপটে পল্টন ময়দান 
একটা উজ্জ্বল নক্ষত্র। অনেক রথী-মহারথী তাদের আগুনঝরা বক্তৃতার মাধ্যমে এই 
মাঠ কাঁপিয়ে গেছেন। আমাদের স্বাধীনতার পূর্ব সময় নতুন দেশের জন্ম ও পরবর্তী
 সময়ে বিভিন্ন রাজনৈতিক মিছিল-মিটিংয়ের প্রাণকেন্দ্র হিসেবে এই মাঠ পরিচিত।
 আজ বিশাল জনসভা শব্দটি কানে বাজলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল একটা খোলা 
মাঠ। কিন্তু দুঃখের বিষয়, আজ সেই ঐতিহ্য এখন সাবেক। এখন মাঠের চারদিকে বড় 
বড় বিল্ডিং উঠে মাঠটি সংকীর্ণ হয়ে গেছে। স্থান সংকুলানের জন্য বিভিন্ন 
মহল্লার খেলাপ্রেমীদের খেলা এখন আর তেমন চোখে পড়ে না। 
তাই কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ, পল্টন ময়দানকে দখলের হাত থেকে রক্ষা করুন।
মো. রফিক, ঢাকা।
তাই কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ, পল্টন ময়দানকে দখলের হাত থেকে রক্ষা করুন।
মো. রফিক, ঢাকা।
No comments:
Post a Comment