ভাষার দেশে মাতৃভাষা হারায়
লেখাপড়া না জানায় মা-বাবার পক্ষেও সম্ভব হয় না সুখদেবকে সাহায্য করা। ফলে এক অজানা আতঙ্ক ক্রমেই তার শিশুমনে বাসা বাঁধে। দিনে দিনে স্কুলে যাওয়া তার কাছে রীতিমতো ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। ফলে প্রথম পরীক্ষাতেই ফেল করে সে। বিদ্যালয়ের দুর্বল ছাত্রের তালিকায় নাম উঠে সুখদেবের। কেউ জানতেও পারে না এই পিছিয়ে পড়ার কারণটি। এভাবে অল্প কিছুদিনের মধ্যেই সুখদেব হারিয়ে ফেলে স্কুলে যাওয়ার আগ্রহ। পড়াশোনায় ইতি টেনে বাবার হাত ধরেই সে ছোটে কাজের সন্ধানে।ওপরের ঘটনাটি এ দেশে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষালাভের একটি চিত্র মাত্র। একই দেশে বাঙালি শিশুরা যখন পড়াশোনা করছে তার চিরচেনা মায়ের ভাষায়, তখন আদিবাসী শিশুদের মনে আগ্রাসী হিসেবে চেপে বসেছে বাংলা ভাষাটি। ফলে শিশু বয়স থেকেই একরকম বৈষম্যের মধ্য দিয়ে বড় হচ্ছে আদিবাসী শিশুরা। more>>