রাজনীতির চাকায় পৃষ্ঠ হয়ে মরছে মানুষ। হরতাল আর অবরোধে স্থবির হয়ে গেছে 
দেশের অর্থনৈতিক অবকাঠামো। বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের রুটি-রুজি। 
যাদের কারণে দেশের আজ এই ভয়াবহ পরিস্থিতি, তাদের তো কোনো চিন্তা নেই। 
কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের হয়তো ছোট্ট ছেলেটা পেটের ক্ষুধায় করছে 
আর্তনাদ। মা-বাবার বোবাকান্না অশ্রুসিক্ত চোখে ফেলফেল করে তাকিয়ে প্রশ্ন 
রাখছে প্রধান দুই নেত্রীর কাছে। এই মর্মস্পর্শী যন্ত্রণার শেষ কোথায়? কে 
দেবে তার সঠিক জবাব? একদল করছে লাঠিপেটা, চালাচ্ছে গুলি। আরেক দল করছে 
ভাঙচুর-অগ্নিসংযোগ। দুই দলের জাঁতাকলে পিষ্ট হয়ে জনগণ ভুগছে হতাশায়। 
কাটাচ্ছে বন্দিজীবন। এভাবে চলতে থাকলে হয়তো একদিন গণতন্ত্রের কপালে নেমে 
আসতে পারে ঘোর অমানিশার অন্ধকার। ভেস্তে যেতে পারে স্বাধীনতার চেতনা, রক্ত 
দিয়ে কেনা সোনার বাংলাদেশ এভাবেই ধ্বংস হয়ে যাবে?
দ্বীন মোহাম্মদ
তিলিপ দরবার শরিফ, নাঙ্গলকোট, কুমিল্লা
http://www.kalerkantho.com/print-edition/letters/2014/01/13/40853
দ্বীন মোহাম্মদ
তিলিপ দরবার শরিফ, নাঙ্গলকোট, কুমিল্লা
http://www.kalerkantho.com/print-edition/letters/2014/01/13/40853
No comments:
Post a Comment